স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নগরীর রাজগঞ্জে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অরূপ (২৭) কর্মকার নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজগঞ্জ বজ্রপুর নির্মাণাধীন রাজ্জাক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের ভেতরে জমে থাকা পানি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
অরূপ কর্মকার নগরীর বজ্রপুর ধনঞ্জয় কর্মকারের ছেলে। পুলিশের ধারণা মৃত যুবক মাদক সেবন করতে এসে পানিতে ডুবে মারা গেছে।
মাদক সেবনের কথা স্বীকার করে অরূপ কর্মকারের স্ত্রী রেখা কর্মকার জানান, তার স্বামী ৫-৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। অরূপ নিয়মিত মাদক সেবন করতো বলে জানান তিনি।
চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো. জামাল উদ্দিন বলেন, মানুষ সদৃশ বস্তু দেখতে পেয়ে নির্মাণাধীন রাজ্জাক টাউওয়ার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। তদন্ত করতে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে পুতুলের মতো একটি বস্তু ভেসে আছে। লাঠি দিয়ে আঘাত করলে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন বুঝতে পারলাম পানিতে ভেসে উঠা বস্তুটি মানুষের লাশ। এএসআই জামাল উদ্দিন আরও জানান, যুবকটি দীর্ঘ ৫-৬ দিন যাবত নিখোঁজ থাকলেও তার পরিবার থেকে থানায় কোনও জিডি কিংবা অভিযোগ করা হয়নি। সন্ধান চেয়ে কোথাও কারও সহযোগিতাও চাননি পরিবারের সদস্যরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি নির্মাণাধীন ভবনে মাদক সেবন করতে গিয়ে আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে পড়ে মারা গেছে। তবে মৃত্যুর প্রকৃত ঘটনা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তিনি।