কুমিল্লায় প্রত্নতাত্ত্বিক স্থাপনার শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ

প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, ময়নামতি জাদুঘর ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস কুমিল্লার যৌথ উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, ময়নামতি জাদুঘর ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থাপনায় নিয়োজিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ময়নামতি জাদুঘর রেস্ট হাউজের সামনে ৫০ জন দৈনিক শ্রমিকদের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনার মধ্যে ১৫ তম দফায় খাদ্য ঘাটতি পূরুণে শাক-সবজি উৎপাদনের নির্দেশনা মোতাবেক অত্র দপ্তরের ফাঁকা জায়গায় ১২ রকমের সবজি লাগানো হয়। ইতিমধ্যে এই সবজি ৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আজ এই খাদ্য বিতরণের মাঝেও সবজি বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

২৫এপ্রিলের খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান (অ.দা.) মোঃ হাফিজুর রহমান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজল খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারিবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি।