নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের বিশেষ তদারকি অভিযানে বিভিন্ন অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও সোয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে মেসার্স মঈন ভ্যারাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা, সারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখায় জামাল এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য বিক্রয় করায় বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা,সহিদ স্টোরকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে আল মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, সদরদক্ষিণ উপজেলার ২টি বাজারে বিশেষ তদারকি অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।