মাহফুজ নান্টু।।
কুমিল্লায় মালিক ও নৈশপ্রহরীর চোখ বেঁধে খামারের গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের নহর এগ্রো ফার্মে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক ওমর ফারুক জানান, তার ব্যবসায়িক পার্টনার মুহিতুল ইসলাম রাসেল ও নৈশপ্রহরী রাতে খামারে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ডাকাতদল খামারের ফটকের তালা ভেঙে তাদের চোখ-মুখ বেঁধে ফেলে। পরে ট্রাকে করে খামারের ১১টি গরু নিয়ে যায়, যার মধ্যে পাঁচটি গাভী, চারটি বাছুর ও দুটি ষাঁড় ছিল।
নৈশপ্রহরী মো. রনি জানান, প্রথমে চিৎকার করার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র মাথায় ধরে জিম্মি করে। চিৎকার করলে জানে মেরে ফেলার হুমকি দেয়। মাত্র আধা ঘণ্টায় খামারের গরুগুলোকে ট্রাকে করে নিয়ে চলে যায় তারা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, ‘আমরা পুরো বিষয়টা জেনেছি। খামারে কোনো সিসি ক্যামেরা ছিল না। ‘খামারের কাছে একটি বাড়ির সিসি ক্যামেরায় একটা ট্রাক প্রবেশের ফুটেজ পেয়েছি। আমরা তদন্ত করছি।’