কুমিল্লায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে লালমাই ফুটবল ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী। শুক্রবার (২২ জুলাই) বিকেলে জেলার লালমাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে খেলার ২৩ মিনিটে প্রথম গোল করেন অলি। এরপরই ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ব্যারিস্টার সুমন।
এরআগে খেলা উপভোগ করতে সদর দক্ষিণ, লালমাইসহ জেলার বিভিন্ন প্রান্ত হতে দর্শকরা আসেন। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাজা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল।