কুমিল্লায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

মাহফুজ নান্টু।।
সোমবার গভীর রাত থেকে শুরু হয়েছে। মঙ্গলবার দিনভর ঝরছে। শ্রাবণের এমন টানা বর্ষণে থমকে আছে জনজীবন। দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত নি¤œ আয়ের মানুষজন। ঘরে বসেই দিন কেটেছে নগরবাসীর।

নগরীর ব্যস্ততম শাসনগাছা বাসস্ট্যান্ডে হাকডাক ছিলো না। যাত্রী নেই তাই । বাস চালক- হেলপারদের মাঝে ছিলো প্রতিযোগীতা । নগরীর কান্দিরপাড়ে হকারদের ব্যস্ততা ছিলো না। রিক্সা চালক জমির উদ্দিন জানান, বৃষ্টির কারনে মানুষের সমাগম কমেছে। দুপুর পর্যন্ত ১শ টাকা ভাড়া টানতে পেরেছেন।

রাজগঞ্জ এলাকার মৌসুমি ফল ব্যবসায়ী লোকমান জানান, সারাদিনে কম করে হলেও ১ মন আম বিক্রি করেন। সেখানে মঙ্গলবার বৃষ্টির কারনে বিকিকিনি কমে গেছে। দুপুর পর্যন্ত ১৫ কেজী আম বিক্রি করতে পেরেছেন লোকমান।

দিনভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। নগরীর স্টেডিয়াম সড়কের পুলিশ সুপারের বাসভবনের সামনে পানি জমে যায়। বৃষ্টির কারনে নগরীর রেইসকোর্স, মুন্সেফবাড়ী ও আশেপাশের এলাকার চলমান ড্রেনেজ কাজ বন্ধ হয়ে যায়।

আষাঢ় মাস হাল্কা ও মাঝারি বৃষ্টিতে পার হয়েছে। এখন শ্রাবন মাসের প্রথম সপ্তাহ। তাই বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে আগামী দিনগুলোতে কেমন বৃষ্টি হবে তা নিয়ে কৌতূহল বেড়েছে সবার মাঝে।

বিষয়টি নিয়ে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভূইয়া জানান, দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল ৩ টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরো কয়েক দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।