স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বুধবার নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪০৭ জনের। এ দিন পাঁচজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪৬ জন। কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭জনসহ জেলায় এদিন সুস্থ হয়েছে ১৮৬জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ৭৪৯জন। বুধবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের ১৩জন, লাকসামে ও মনোহরগঞ্জ তিনজন করে, মুরাদনগর, দেবিদ্বারে ও হোমনায় চারজন করে,চৌদ্দগ্রামে ১৪জন, নাঙ্গলকোট ও চান্দিনায় একজন করে। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৬, আদর্শ সদরে তিনজন, বুড়িচংয়ে পাঁচজন,হোমনায় ৫৯জন,মুরাদনগরে চারজন, নাঙ্গলকোটে দুইজন, লাকসামে ৬৪জন,সদর দক্ষিণে ১২জন ও দেবিদ্বারে একজনসহ এ দিন কুমিল্লায় ১৮৬ জন সুস্থ হয়েছে।
এ পর্যন্ত জেলায় ২৫ হাজার ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৪হাজার ৯৫৮ টি। এ দিন কুমিল্লা নগরী,চান্দিনা ও আদর্শ সদরে একজন করে ও দেবিদ্বারে দুইজন করোনায় মারা গেছেন।