কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের উত্তর রামপুরে মাদক বিরোধী সমাবেশ

সদর দক্ষিণ প্রতিনিধি।।
কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর মাদক প্রতিরোধ কমিটির প্রতিবাদের মুখে বন্ধ হওয়া মাদকের আস্তানা আবারো শুরু করার পায়তারার প্রতিবাদে
শুক্রবার সকালে “মাদক বিরোধী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুরস্থ পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে মাদকের আস্তানাটি এলাকাবাসীর প্রতিবাদে এবং প্রশাসনের সহযোগিতায় বন্ধ করা হয়। মাদকের আস্তানাটি ভেঙ্গে দেয়ায় গত কয়েক বছর যাবত এ এলাকায় মাদক ব্যবসা বন্ধ থাকলেও আবারো মাদক ব্যবসা শুরুর পায়তারা করছে ওই চক্রটি। কোন ভাবেই মাদক সম্রাট মিলনের পরিবারকে পুনর্বাসন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র, জেলা পুলিশ সুপার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন উত্তর রামপুর এলাকাবাসি।

বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মাস্টার এর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মামুনুর রশিদ মজুমদার, সমাজ সেবক আব্দুল হক খন্দকার বকুল, ইসমাইল হোসেন মজুমদার, অধ্যাপক ফারুক আহমেদ ভূঁইয়া, হারুনুর রশিদ খন্দকার, আবুল কাশেম মজুমদার, জহিরুল ইসলাম খন্দকার, ইকবাল হোসেন মজুমদার, কাউসার মজুমদার, সায়েম মজুমদার, হাসান ইমাম মজুমদার, আনোয়ার হোসেন ভূঁইয়া, জসিম উদ্দিন, বশির আহমেদ খন্দকার, আলেক হোসেন সরকার, রুহুল আমিন ভূঁইয়া, জাকির মজুমদার,মাহাবুবুর রহমান ভূঁইয়া, সোহাগ মজুমদার, বিল্লাল ভূঁইয়া, আবাদ মুন্সি, ইকরাম ভূঁইয়া, ফরহাদ মজুমদার, আনোয়ার মজুমদার, জহির মজুমদার, রোবেল ভূঁইয়া, শরিফ মুন্সি, জুয়েল সরকার সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।