কুমিল্লা সদর দক্ষিণে যুবককে কুপিয়ে আহত

সদর দক্ষিণ প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামে হত্যার উদ্দেশ্যে কাউসার নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় একদল অস্ত্রধারী। এঘটনায় শুক্রবার (১৬ মে) আহতের বাবা হারুন মিয়া বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে
বারপাড়া গ্রামের আসলামের নেতৃত্বে
একই গ্রামের সালাম, আমিনুল ইসলাম, নুরু মিয়া, কাশেম, বড়ধর্মপুরের হানিফ মাঝি দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার রাতে
বিএনপি নেতা কাশেমের ভাতিজা কাউসারকে কুপিয়ে মারাত্মক আহত করে। হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কুপিয়েছে অস্ত্রধারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। কোপের আঘাতে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং তার দুই পায়ে ২১ টি সেলাই করা হয়েছে। হামলাকারীরা আওয়ামীলীগের দোষর বলে জানিয়েছেন আহতের পরিবারের লোকজন। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতের স্বজনরা। এদিকে বিএনপি নেতা কাশেমের ভাতিজার উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

error: ধন্যবাদ আপনাকে!