বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো এর আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকার পল্টন কমিউনিটি সেন্টারে দুদিন ব্যাপী উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতা (জুনিয়র বিভাগে) কুমিল্লা সাইনিং কারাতে এসোসিয়েশনের ছাত্র-ছাত্রীরা প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত, আন্তর্জাতিক স্বর্ণ পদক অর্জনকারী ও কারাতে রেফারি সিহান মোখলেছুর রহমান (আবু)’র নেতৃত্বে অংশগ্রহণ করে জুনিয়র বিভাগে ১০টি স্বর্ণ, ১৪টি রূপা ও ১৮টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দগণ। সাইনিং কারাতে দলকে অভিনন্দন জাহান সাইনিং কারাতে এসোসিয়েশনের পেট্রন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত এবং প্রধান উপদেষ্টা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমূল আহসান ফারুক রুমেনসহ অন্যান্যরা।