স্টাফ রিপোর্টার
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগর ভবনের অতীন্দ্র মোহর রায় সম্মেলন কক্ষে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।
এছাড়াও সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আবদুল ওয়াদুদ, সহ-সভাপতি মোঃ জামাল খাঁ, কাজী আতিকুর রহমান, সহ- সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান, আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাকসুদুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক
মোঃ নূর নবী আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ লিটন মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফেরদৌসী আক্তার। কমিটির সদস্যরা হলেন
মোঃ হারুন অর রশিদ, মোঃ আবদুল হান্নান,
মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ শাহ জাহান,
মোফাশ্বের আলী, মোঃ ইদ্রিছ মিয়া অপু, মোঃ আনোয়ার হোসেন।
সমাপনী বক্তব্যে প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, এ সমিতি করার উদ্দেশ্য হলো আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। এ কাজটি আপনারা কেউ করবেন না। যদি আমাদের মধ্যে
ভুল ত্রুটি হয়, প্রশাসক স্যারের বরাবার অভিযোগ হবে। তিনি সিদ্ধান্ত দিবেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির নতুন কমিটির সভাপতি মোঃ আবদুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, অন্যায়ের পথে আমরা কাজ করবো না। যে কোন বিপদে একজন অন্যজনের পাশে থাকবো।