কুমিল্লা-৪ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী ও সাঙ্গঠনিক বিষয়ে আলোচনা সভা

মারুফ আহমেদ।।
কুমিল্লায় “বাংলাদেশ খেলাফত মজলিস”র মনোনীত কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর এমপি পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন এর নির্বাচনী ও সাঙ্গঠনিক বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাতে জেলার একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ad

আলোচনা সভার এক পর্যায়ে এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন সহ নেতৃবৃন্দরা শুক্রবার দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ও “ইনকিলাব মঞ্চ” এর মুখপাত্র শরীফ ওসমান হাদি’র ওপর হামলার ঘটনায় তিব্র নিন্দা, প্রতিবাদ ও এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এছাড়াও আলোচনায় তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বারের জনসাধারণকে “রিকশা মার্কায়” ভোট দেয়ার আহবানও জানান তারা। এসময় দেবিদ্বার এলাকার উন্নয়ন মূখী বিভিন্ন আলোচনাও করেন তারা।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা পূর্ব জেলার সহ সাঙ্গঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, দেবিদ্বার উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সহ- সভাপতি মুফতি ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, সহসাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, প্রচার সম্পাদক হাফেজ কারী আব্দুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু সাঈদসহ এসময় বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।