কুমেক হাসপাতালে ছয়জনের মৃত্যু, চিকিৎসাধীন ১০৮ জন

স্টাফ রিপোর্টার।।
করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন। এছাড়াও চিকিৎসাধীন আছেন ১০৮জন। বৃহস্পতিবার কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, মারা যাওয়া ছয়জনের মধ্যে নগরীর মুরাদপুরের আবেদ আলী (৫২) করোনা পজিটিভ। বাকী পাঁচজনের রিপোর্ট আসেনি। তারা হলেন আদর্শ সদর উপজেলার হোসেনপুরের রহিমা খাতুন (৬০), সদর দক্ষিণের নকুল চন্দ্র দাস (৮৫), একই উপজেলার কোটবাড়ীর আজিজ আহমেদ (৪৪), চাঁদপুর শাহারাস্তির ইমাম হোসেন (৫০) ও সাজেদা খাতুনের ( ৪৬) বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। যাদের মধ্যে ৫৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আটজন আইসিউতে চিকিৎসাধীন আছেন।