কুমেক হাসপাতালে ৮ঘণ্টার ব্যবধানে করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আট ঘণ্টার ব্যবধানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের চারজন পুরুষ ও তিনজন নারী। হাসপাতালটিতে এ পর্যন্ত করোনায় ২৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। গত চারদিনেই মারা গেছে ২১ জন। আট ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া
ব্যক্তিদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার তিনজন এবং বরুড়া ও চান্দিনা উপজেলার দুজন করে। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৪৫ বছরের এক নারী শ্বাসকষ্ট নিয়ে গত ২২ জুন ভর্তি হন। তিনি গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মারা যান। একই উপজেলার ৫৫ বছরের এক নারী ২৬ জুন ভর্তি হয়ে গতকাল রাত ৯টা ১০ মিনিটে মারা যান। একই উপজেলার ৬০ এক বৃদ্ধ গতকাল দুপুরে ভর্তি হয়ে দিবাগত রাত দুইটায় মারা যান। বরুড়া উপজেলার ৫০ বছরের এক পুরুষ গতকাল দুপুরে ভর্তি হয়ে রাত ১২টা ২৮ মিনিটে মারা যান। একই উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাত দুইটায় মারা যান। তিনি এই হাসপাতালে ২০ জুন ভর্তি হন। এদিকে, চান্দিনা উপজেলার ৬৭ বছরের এক বৃদ্ধ গতকাল দুপুরে ভর্তি হয়ে রাত ১১টা ৪০ মিনিটে মারা যান। একই উপজেলার ৬৭ বছরের এক বৃদ্ধা ২৭ জুন ভর্তি হয়ে গতকাল রাত ২টা ৪৫ মিনিটে মারা যান।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে কোভিড হাসপাতালে ১০৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে করোনা রোগী ৩১ জন ও উপসর্গের ৭৭ জন। আইসিইউতে ভর্তি আছেন নয়জন। আজ সোমবার নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন। এ হাসপাতালে গত ৩ মে থেকে আজ পর্যন্ত ৭১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩৯ জন।