মহাসড়কে থ্রি-হুইলার না চালাতে চালকদের সচেতন করছে হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে থ্রি-হুইলারসহ নিষিদ্ধ যানবাহন না চালাতে সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। জেলার আদর্শ সদর, বুড়িচং ও সদর দক্ষিন উপজেলার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মতবিনিময় সভা ও আইনে শাস্তির বিধান সম্বলিত লিফলেট বিতরণসহ নানান সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ময়নামতি হাইওয়ে পুলিশ। রোববার ও সোমবার মহাড়কের শুয়াগাজি, পদুয়ার বাজার, কোটবাড়ি, আলেখারচর ও নিমসার বাজার এলাকার সংযোগ সড়ক ও সিএনজি স্ট্যান্ডে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তারা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. সাফায়েত হোসেন জানান, মহাসড়কে সিএনজি, ইজিবাইক, ভটভটি, নসিমনসহ কোন প্রকার থ্রি-হুইলার চলাচল করতে পারবে না। কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, ক্রুটিপূর্ন বা ঝুঁকিপূর্ন নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চালালে আটক করে যানবাহন ডাম্পিং করাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তাই নিষিদ্ধ যানবাহন নিয়ে মহাসড়কে না উঠতে চালক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।