কুরআনের ডাক ফাউন্ডেশন এর কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মারুফ আহমেদ।।
কুরআনের ডাক ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর উদ্যোগে ১ম হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়ায় অবস্থিত বিরতি রেস্তোরায় তৃতীয় তলায় বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুরআনের ডাক ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ সংগঠনটি ২০২১ সালের ১৫ই নভেম্বর যাত্র শুরু করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, হাফেজ কারী জাহিদ উল্ল্যাহ্ জাহিদ, সাধারণ সম্পাদক- হাফেজ কারী সাইফুল ইসলাম।

এ ফাউন্ডেশনের যাত্রা শুরুর পর থেকেই কুরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেন। এই উদ্যোগের ধারাবাহিকতায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেণী, হবিগঞ্জ এ ৬ জেলার হাজারেরও অধিক কুরআনের পাখি হাফেজদেরকে নিয়ে ৬ ডিসেম্বর দুটি গ্রæপের মাধ্যমে প্রথম কুরআন প্রতিযোগিতা শুরু হয় (৫ পাড়া ক- গ্রæপ, ১০ পাড়া খ- গ্রæপ) বাছাই পর্বে ১২০ জন হাফেজকে নিয়ে বুধবার দিনব্যপী এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্রাসা’র মুহাদ্দিস ও পরিচালক, বিশিষ্ট দায়ী ও গবেষক আলহাজ¦ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন।

প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে ছিলেন, মাদরাসাতুল ছুফা ইন্টারন্যাশনাল’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্ারী ইদ্রিস আলী, ঢাকা রওজাতুল উলুম ইসলামিয়া হাফেজীয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক হাফেজ কারী মাওলানা আব্দুর রাজ্জাক ।
প্রতিযোগিতা শেষে দুটি গ্রæপের ১২০ জন অংশগ্রহনকারীকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়, তারই মধ্যে দুটি গ্রুপে বাছাইকৃত বিজয়ী ১৮ জন করে ৩৬ জনকে ক্রেস্ট-নগদ অর্থ উপহার দেয়া হয়।

কুরআনের ডাক ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ এর উদ্যোগে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনে যারা ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ কারী জাহিদ উল্ল্যাহ্ জাহিদ, সাধারণ সম্পাদক, হাফেজ কারী সাইফুল ইসলাম, হাফেজ কারী নাঈম মুকাদ্দাস, হাফেজ কারী মুফতি তারেক মাহমুদ, মাহমুদুল হাসান, হাফেজ কারী কবির হোসেন, হাফেজ কারী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ছাড়াও আমন্ত্রীত অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।