অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্স। এছাড়াও মেডিকেল বোর্ডের অনুমতি পেলে একই দিন রাত ১০টায় খালেদা জিয়াকে নিয়ে রওনা দেবে অ্যাম্বুলেন্সটি।
রোববার (৭ ডিসেম্বর) রাতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।
রাগীব সামাদ বলেন, আবেদনের প্রেক্ষিতে এ ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন।
কর্মকতা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ১০ টার দিকে ঢাকা ত্যাগের কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মতামত ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে।
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
