আবু সুফিয়ান রাসেল।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠিত হওয়ার কোন বিকল্প নেই। তিনি বলেন, দেশে আজ মানবাধিকার নেই,আইনের শাসন নেই,গণতন্ত্র নেই। আজ বেশি প্রয়োজন হয়ে পড়েছে ছাত্রদলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে অতীতের মতো আগামীতেও ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে। গতকাল শনিবার কুমিল্লা নগরীর বাদুরতলাস্থ হাজী ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত এক ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের শত শত নেতাকর্মীর মুহুর্মুহু মিছিল, স্লোগান ও হাততালিতে প্রকম্পিত হয়ে উঠে ধর্মসাগর এলাকা। নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় হাজী ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ের মাঠটি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক সভাপতি রেজাউল কাইয়ুম,সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার,সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি নাদিমুর রহমান শিশির।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি নূরে আলম চৌধুরী নোমান।
সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, দক্ষিণ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।