গাছের বাকলে বাংলাদেশের মানচিত্র তৈরি করলো স্কুল ছাত্রী

স্টাফ রিপোর্টার:
১৪ বছর বয়সী মেয়ে রাতা রহমান। সে অবসওে গাছের বাকলে বাংলাদেশের মানচিত্র অংকন করেছে। পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে তার পৈত্রিক বাড়ি। বর্তমানে সে ঢাকা শেরে-বাংলা-নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। করোনা ভাইরাসের ছুটিতে সে অবস্থান করছে কুমিল্লায় পিতার কর্মস্থলে। পিতার কর্মস্থল কুমিল্লার ময়নামতি জাদুঘর এলাকা। রাতা রহমান ময়নামতি জাদুঘর ও শালবন বিহারসহ আশেপাশের প্রতœতাত্ত্বিক সাইটগুলোর বিবরণ প্রাচীন যুগের ন্যায় শালবন বিহারের বিভিন্ন গাছের বাকলের উপর লিখে নিজের ভাবনা প্রকাশ করে। তার মধ্যে রয়েছে বাকলে বাংলাদেশের মানচিত্র অংকন।
তার পিতা প্রতœতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আতাউর রহমান বলেন, পড়াশুনার পাশাপাশি রাতা নাচ, গান, গিটার, মার্শাল আর্টসহ অন্যান্য কারিকুলামে দক্ষ ও আগ্রহী। তিনি রাতার সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া চেয়েছেন।