গোলাম মোস্তফা ও মমিনুল হকের নেতৃত্বে ব্রাহ্মণপাড়ায় হেড টিচার্স অ্যাসোসিয়েশন

গাজী রুবেলঃ

ad

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সকল প্রধান শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন “হেড টিচার্স অ্যাসোসিয়েশন(বিএইচটিএ) এর ০৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া।
গত (১১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের কার্যালয়ে বার্ষিক কাউন্সিল অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেনঃ-সহ-সভাপতি শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক আলী আক্তার ভূঁইয়া। নবগঠিত কমিটির সভাপতি গোলাম মোস্তফা বলেন, শিক্ষকদের কল্যাণে আমরা আন্তরিকভাবে কাজ করবো। সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। তিনি সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।