চান্দিনায় আল হেরা দারুল কুরআন মাদরাসায় পুরস্কার বিতরণী

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
চান্দিনা পৌর এলাকার পশ্চিম বেলাশ্বরে আল হেরা দারুল কুরআন মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার নার্সারি, নাজেরা ও হিফজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এবং পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন শিক্ষার্থীও মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।
রবিবার (২৯ নভেম্বর) বাদ যোহর পশ্চিম বেলাশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে লাইটার সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে মসজিদের ইমাম ক্বারী মো. ইব্রাহীম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করেন- চান্দিনা থানা জামে মসজিদের খতিব মাওলানা ফজলুল করিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক কমিশনার মো. আবদুস সামাদ, আল হেরা দারুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মুফ্তী সাদেক মাহমুদ বিন নূরী। অনুষ্ঠান সঞ্চালন করেন- লাইটার সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মো. নাজমুল হাসান রনি।
উল্লেখ্য, লাইটার সেচ্ছাসেবী সংগঠনটি ২০২০ সালের মার্চ মাসে কার্যক্রম শুরু করে। প্রন্তিক শিশুদেও শতভাগ শিক্ষা নিশ্চিত করা, শতভাগ স্বাক্ষরতা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, দুঃস্থ, অসহায়, কন্যা দায়গ্রস্থদের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। এছাড়া করোনা মহামারি (কোভিড-১৯) পরিস্থিতিতে গরীব-অসহায় মানুষকে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ সহায়তা প্রদান কওে আসছে সংগঠনের সদস্যরা।