চান্দিনায় ভাইস চেয়ারম্যানের হাতে প্রকৌশলী লাঞ্ছিত!

চান্দিনা প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই বিল পরিশোধ না করায় উপ-সহকারি প্রকৌশলীকে লাঞ্ছিত করল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি। উপজেলার স্থানীয় সরকারি প্রকৌশল কার্যালয়ে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম মুন্সি উপজেলা ভাইস চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা যুবলীগ আহবায়ক। শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
উপজেলা প্রকৌশল দপ্তরের একাধিক সূত্র জানায়- ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সির নিজ বাড়ি গল্লাই গ্রামের একটি সড়ক সংস্কার এবং একই গ্রামের অপর একটি সড়কের উন্নয়ন কাজের প্রায় সাত লাখ টাকার ঠিকাদারী দায়িত্ব নেন তিনি। একটি কাজ অসমাপ্ত এবং অপর একটি কাজ ত্রুটিপূর্ণ অবস্থায় বিল পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করেন ভাইস চেয়ারম্যান। ওই বিল পরিশোধে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা এলজিইডি কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলীকে শারীরিক নির্যাতন করেন ভাইস চেয়ারম্যান। এক পর্যায়ে উপজেলা প্রকৌশলীর সাথেও খারাপ আচরণ করেন।
এ ব্যাপারে উপ-সহকারি প্রকৌশলী আবু সাঈদ জানান- বিল প্রদানের জন্য তিনি আমাকে প্রথমে ফোন করেন। আমি ত্রুটিপূর্ণ কাজ মেরামত ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অনুরোধ করি। তারপরও তিনি বিল প্রদানের জন্য চাপ দিলে আমি ফাইল প্রস্তুত করি। বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে এসে আমাকে গালাগালি করে গায়ে হাত তোলেন। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী স্যারকে অবহিত করি। পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি সমঝোতা করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান- ঠিকাদারী কাজের বিল নিয়ে একটু ঝামেলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলীসহ বসে আমাদের উভয়ের মধ্যে সমঝোতা করে দেন।
উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ জানান- উপজেলা চেয়ারম্যান মহোদয় দুইপক্ষকে নিয়ে বসে মিটমাট করে দিয়েছেন।