চিকিৎসকদের পিপিই প্রদান এমপি সেলিনা ইসলামের  

স্টাফ রিপোর্টার।।
  সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম কুমিল্লা মেঘনা উপজেলার চিকিৎসকদের মাঝে
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেন।  সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পিপিইগুলো দায়িত্বরত চিকিৎসকদের হাতে তুলে দেয়া হয়।
সেলিনা ইসলাম মেঘনা উপজেলায় করোনা সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে  গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে  অসহায় নিম্ন আয়ের মানুষজনের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তার আগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরো মেঘনা উপজেলায় সাবান, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ করেন। এছাড়াও আগামী দিনগুলোতেও খাদ্য সামগ্রী বিতরণ করবেন।  তবে শুধু অসহায় মানুষজনের জন্যই না  চিকিৎসকদের পাশে দাড়ালেন এমপি সেলিনা ইসলাম।  পর্যাপ্ত পরিমাণ  পিপিই  তুলে দিলেন মেঘনা উপজেলার চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের হাতে।
এমপি সেলিনা ইসলাম সিআইপি বলেন, মানুষের সেবা করার জন্যই রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন করোনা সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।  আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। আমি মেঘনা উপজেলার সবাইকে বলবো আপনারা ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আমি বাইরে আছি আপনাদের জন্য, আপনারা ঘরে থাকুন দেশের জন্য।