চূড়ান্তভাবে চাকরিচ্যুত হল সেই এসআই হেলাল

ডেস্ক রিপোর্ট।।
বিভাগীয় তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম আগ্রাবাদের মা ও বোনের হয়রানির অপমান সইতে না পেরে দশম শ্রেণির ছাত্র সালমান মারুফ আত্মহত্যার ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক হেলাল খানকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে চাকরিচ্যুত করা হয়। এসআই হেলালের চাকরিচ্যুতির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি পশ্চিম জোনের উপকমিশনার ফারুক উল হক বলেন, ঘটনার পর পরই হেলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এখন যেহেতু উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তে তার অপরাধ প্রমাণ হয়েছে, তাই তাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হলো।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় দশম শ্রেণির ছাত্র সালমান মারুফ আত্মহত্যা করে। পরে অনুসন্ধানে বের হয়ে আসে ওই রাতে ইয়াবা উদ্ধারের নাম করে হেলাল খান দুজন সোর্সসহ মারুফদের বাসায় হানা দেয়। এ সময় তারা মারুফের মা এবং বোনকে মারধরসহ চরমভাবে নাজেহাল করেন। এমনকি দুজনকে থানায় নিয়ে যান হেলাল। আর এ অপমান সইতে না পেরে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মারুফ। পরবর্তীতে সিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে পুরো ঘটনার জন্য হেলালকে দায়ী করা হয়।