চৌদ্দগ্রামের কলাবাগান প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন 

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে প্রাইজ মানি কলাবাগান প্রিমিয়ার লীগ-২৫ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী ম্যাচে চারটি টিমের খেলায় কলাবাগান নাইট রাইটার্স ও কলাবাগান মিতালী কিংস বিজয় লাভ করে।

বৃহস্পতিবার রাতে কলাবাগান বাজার সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মিজানুর রহমান, কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবির, কুমিল্লার আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম। কাশিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জহিরুল আলম সুমনের সভাপতিত্বে ও কলাবাগান প্রিমিয়ার লীগের চেয়ারম্যান জাকারিয়া আলমের সঞ্চালনায় কাশিনগর যুব বিভাগের সহকারী সেক্রেটারী ওয়াসিম ফারুক, ডাঃ আরিফুর রহমান, ৯নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারী আরিফুর রহমান।

প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান বলেন, খেলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। আমরা প্রতিটি গ্রাম মহল্লায় মানবিক ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলার কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, আজকের এই খেলার মাঠে আমাদের অজান্তে অনেক খেলোয়াড় রয়েছে, যাঁরা একদিন সুপারস্টার খেলোয়াড় হয়ে জাতীয় স্টেডিয়ামে খেলবে। এমনকি তারা ইসলামের পক্ষে দায়িত্ব নিয়ে সমাজকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে।