চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার-ঘাসিগ্রাম সড়কে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানি মেহেদী হাসান সজিবকে আর্থিক সহযোগিতা করেছে জামায়াত। সোমবার দোকান পরিদর্শন শেষে সজিবের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাশেম, সহকারী অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু, জামায়াত নেতা এয়ার আহমেদ, যুব বিভাগের সেক্রেটারী মোঃ কাউছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে মিয়াবাজারে ঘাসিগ্রাম সড়কে মেহেদী হাসান সজিবের ষ্টেশনারী দোকানসহ চারটি দোকান পুড়ে যায়। এরমধ্যে আর্থিকভাবে স্বাভলম্বী না হওয়ায় সজিবকে আর্থিক সহযোগিতা করে উজিরপুর ইউনিয়ন জামায়াত।