চৌদ্দগ্রামে চিকিৎসকসহ আক্রান্ত ১১

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক চিকিৎসকসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চৌদ্দগ্রামে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ২ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।
নতুন আক্রান্তরা হচ্ছেন- চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের (৩৯) ও (৩৪) বয়সের দুইজন।
চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের একজন। শুভপুর ইউনিয়নের আঠারোবাক গ্রামের ডাঃ মাইনুদ্দিন (৩৯)। তিনি মুন্সীরহাট বাজারে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের একজন (২৬)। গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের নারী (৩৫)।
আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের (৩৪) ও (৪৫) বয়সের দুইজন, ডেকরা গ্রামের (২০), (৫৫) ও (১৭) সয়সের তিনজন। গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা শেষে ০৩ জুন রিপোর্ট পজেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট পাওয়া গেছে ৪৮২ জনের।