এম এ হাসান, চৌদ্দগ্রাম।।
আসন্ন চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের সমর্থিত মেয়র পদ প্রার্থী জিএম মীর হোসেন মীরু মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, উপ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আরশ মজুমদার সহ আরও অনেকে।
এর আগে গত ৯ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হকের সভাপতিত্বে এক বর্ধিত সভায় জেলা, চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের নেতা কর্মীদের সর্ব সম্মতিক্রমে জিএম মীর হোসেন মীরুকে দলীয় মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, জিএম মীর হোসেন মীরু বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। এর আগে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।