অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে। তাই বিএনপি জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায়। এবার ছাত্রদলকে প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাসচিব বলেন, দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য, মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিবে ছাত্রদল।
মির্জা ফখরুল বলেন, সকল ধরনের অপপ্রচার মোকাবিলায় ছাত্রদল কাজ করবে। দেশ গঠনের দায়িত্ব পেলে প্রথম এক বছরের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা সাজানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
