জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার কুমিল্লা জেলা অডিশন অনুষ্ঠিত

মারুফ আহমেদ।।
আহ্ বাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৪র্থ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নর দীঘিরপাড় এলাকায় ফাইজুল কোরআন মাদ্রাসায় বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৪র্থ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কুমিল্লা জেলা অডিশনে জেলার ৩২টি মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। ৩২মাদ্রাসার ১৬০ জন ছাত্রকে নিয়ে ৫পাড়া, ১০ পাড়া, ৩০পাড়া এভাবে ৩টি গ্রুপের মধ্যে দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে, ৩টি গ্রুপের ৫জন করে ১৫জন বিজয়ীকে ক্রেস্ট প্রদানসহ আরো ৩৫জনকে ইয়েস কার্ড দেয়া হয়। মোট ৫০ জন ছাত্র জাতীয় ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে জানান।
কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হাফেজ মো. হুমায়ূন কবির পাহাড়পূরীর সভাপতিত্বে,প্রধান বিচারক ছিলেন, আহ্ বাবুল হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মোহাম্মাদুল্লাহ। আহ্ বাবুল হুফফাজ ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারন সম্পাদক হাফেজ আবুল আলম।

বিষেশ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা আবু সাইদ, হাফেজ আহ্সান উল্লাহ, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা খলিলুর রহমান, হাফেজ আরিফ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, আহ্ বাবুল হুফফাজ ফাউন্ডেশন কুরআনে হাফেজদের একটি সেবা মূলক সংগঠন।।