স্টাফ রিপোর্টার।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জীবানুনাশক ঔষধ স্প্রে ছিটানো হয়েছে।
বুড়িচং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এই জীবানুনাশক ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলে। এদিকে উদ্বোধনের সময় একজনকে সেলফি তুলতে দেখা যায়। এনিয়ে অনেককে বলতে শুনা যায়, এই বিপদের দিনেও সেলফি। কবে যে মানুষরে হুশ ফিরবে। যদিও আয়োজক ও অতিথিদের তাকে পাত্তা দিতে দেখা যায়নি।
বাছির খানের নেতৃত্বে বৃহস্পতিবার উপজেলার সদরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় একটি পিকাপ ও একটি ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে জীবানুনাশক ছিটানো হয়। উদ্বোধন করেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও নির্বাহী অফিসার ইমরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইব্রাহীম খলিল মনির, তানভীর হোসেন পাভেল, সুমন ভূইয়া,নাছির,অানিছ,ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, জাহিদ হাসান,অলি খানসহ অন্যান্যরা।