স্টাফ রিপোর্টার।।
বুড়িগঙ্গায় দুর্ঘটনার একদিন পর উদ্ধার করা হল ডুবে যাওয়া লঞ্চটি। আজ মঙ্গলবার ১১টার দিকে ২৬ ঘণ্টা পর মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করা হয়। এদিকে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় দুটি লঞ্চের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করেছে নৌপরিবহন অধিদফতর। ময়ূর-২ লঞ্চটিকে আটক করা হলেও পলাতক রয়েছে লঞ্চের মালিক, চালক, মাস্টার ও সুপারভাইজার।
এদিকে, দূর্ঘনায় এমভি মর্নিং বার্ডকে ধাক্কা দেওয়া লঞ্চ ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াত ও চালকসহ ৭ জনের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে নৌ পুলিশ।
এছাড়া, ঘটনার তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।