চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবারের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের দশ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা।
উপজেলা বিএনপি সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি খুশি দেশের ছাত্র-জনতা। তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার তিন’শ ফিট এলাকায় জড়ো হচ্ছে।
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের দশ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে।
চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা স্থান ঢাকার তিনশত ফিট এলাকা মঙ্গলবার বিকেলে ঘুরে এসেছি। পুরো এলাকায় উৎসবের আমেজ চলছে। কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী কামরুল হুদার দিক-নির্দেশনায় তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানাতে ১০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবে। ইতোমধ্যে ৬-৭ হাজারের বেশি নেতাকর্মী মঙ্গলবার ও বুধবার ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার ভোরেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে।