জেলা প্রতিনিধি, কুমিল্লা
বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, আমরা দীর্ঘ ১৮ বছর কষ্ট করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যে কষ্ট সহ্য করেছেন, তাদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না। এটা কোনো কষ্টই না। হয়তো নির্যাতন করেছে, শরীরের ওপর দিয়ে গেছে। কিন্তু ৮০ বছরের একজন বয়স্ক মহিলা, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যদি এই বয়সে ৭ বছর কারা ভোগ করতে হয়, বিনা চিকিৎসায় অন্ধকার জেলে, এরচেয়ে বেশি কষ্ট আমাদের হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এমএ বারী জিহাদী মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, গুম-খুন এই এলাকার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এই ইউনিয়নের বিএনপির যিনি সেক্রেটারী ছিলেন হাবিব মেম্বার, নির্যাতনের একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এমন আরও অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। অনেকে নির্যাতনের শিকার হয়ে দেশ থেকে বাধ্য হয়েছিলেন। আজকে তাদের সম্মান আমাদের কাছে অনেক ওপরে।
আবুল কালাম বলেন, দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম, আপনার কষ্ট, আমার কষ্ট, বেগম খালেদা জিয়ার কষ্ট, তারেক রহমানের সংগ্রাম আমাদের সবার কষ্টের বিনিময়ের ফসল একটা জুলাই- আগস্ট বিপ্লব। যে বিপ্লবে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, আজকে এখানে আমরা যারা আছি আমরা সবাই স্বাধীন, মুক্ত, ভয়ভীতির উর্ধ্বে। বিগত ১৮ বছর পরে আমরা একত্রিত হয়েছি। বিগত ১৭ বছর ধরে আমরা এভাবে একত্রিত হতে পারিনি। একত্রিত হওয়া তো দূরের কথা মেয়ে বিয়ে দিয়েছেন বেয়াই-বেয়াইনকে আদর-আপ্যায়ন করতে পারেন নাই। এই কান্দিরপাড়ের প্রতিটি নির্যাতনের রাজস্বাক্ষী আমি।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এই দেশে আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করেছে, ৫ আগস্টের পর আমরা সে তুলনায় কিছুই করিনি। আমরা কিছু করবও না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, আমরা ঐক্য চাই। ঐক্যের কোনো বিকল্প নাই।
কান্দিরপাড় দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে এসময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মুশু, লাকসাম উপজেলা মহিলা দলের সভাপতি রোজা আক্তার বেবি, সাধারণ সম্পাদক রোকেয়া আক্তার বিউটিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।