দেবিদ্বার প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে কুমিল্লার দেবিদ্বারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড, সুলতানপুর বাজার, ফতেহাবাদ বাজার, নুরপুর বাজার, জয়পুর বাজার ও খলিলপুর বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকান, বাস-সিএনজি চালক, যাত্রী, কাঁচাবাজারের ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জসিম, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান শিকদার, জসিম উদ্দিন চেয়ারম্যান, সাইফুল আলম, ইমতিয়াজ আহমেদ রহিম, আবুল কালাম, পৌর যুবদল নেতা কামাল হোসেন, জেলা যুবদল নেতা ইব্রাহিম খলিল, আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহমেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সফিকুর রহমান সফিক, আব্দুল মান্নান, কামাল সরকার, সাহিন, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মুন্সি, ইমরান, রুবেল, সিয়ামসহ ফতেহাবাদ ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, কাইয়ুম, জামাল হোসেন, জোবায়ের আহমেদ, আল আমিন আমানত, সেলিম উল্লাহ, মোঃ জীবন প্রমুখ।
 
			