যেখানে স্বপ্নের শুরু, সেখানেই আমরা” স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে “স্বপ্নের বুড়িচং” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বুড়িচং উপজেলা জনপদকে গঠন ও তরুণ – যুবকদের নৈতিক মানোন্নয়নসহ ৮ টি সেক্টরে কাজের পরিধি নির্ধারণ করে সাব্বির আহম্মেদ এর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম শুরু হয়।
গতকাল ১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে বুড়িচং গ্রাম প্রধান মোঃ ফরিদ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রপ্রতিনিধি মোঃ রিফাত আহমেদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মালেকুল আফতাব,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোবারক হোসাইন,বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, বিএনপির বুড়িচং উপজেলার সহ-সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি,বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশদ আলম, মামুন মেম্বার, ব্যবসায়ী সমির মিত্র, এনসিপির উপজেলা সমন্বয়ক তারেক ঈমাম, জসিম উদ্দিন মোল্লা মেম্বার,সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমন হোসেন,মামুনুর রশিদ সোহাগ, সিয়ানুল ইসলাম,সায়মন ইসলাম শাওন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফ আহম্মেদ মাহাদী, কামুরুজ্জামান পিয়াস,নাইম আহম্মেদ, কামরুল ইসলাম
সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির আহম্মেদ বলেন, “দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে জনপদ ও তরুণদের গঠনে এগিয়ে আসলে বুড়িচং উপজেলা একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বুড়িচং উপজেলা কে “স্বপ্নের বুড়িচং” সংগঠন এর সাথে সমন্বয় করে স্বপ্নের উপজেলা গঠনে সবাইকে আন্তরিক হলেই জনপদের সার্বিক উন্নতি সম্ভব।