তিতাসে নারান্দিয়া ইউনিয়ন তাঁতীলীগের সম্মেলন অনুষ্ঠিত

হালিম সৈকত।।
কুমিল্লার তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়ন তাঁতী লীগের সম্মেলন ১৩ জানুয়ারি বুধবার বিকাল ৩ ঘটিকার সময় নয়াকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন তাঁতী লীগের কমিটি ঘোষণা করা হয়। মোঃ আবু সাত্তারকে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করেন তিতাস উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মোঃ শাহজালাল মুন্সি। পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারান্দিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শান্তি।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিবুর রহমান শান্তির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ্উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন ডালিম।
বক্তব্য রাখেন তিতাস উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম মোল্লা, সদস্য সচিব মোঃ শাহজালাল মুন্সি, তাঁতীলীগের সাবেক আহ্বায়ক মোঃ সায়েম সরকার, তিতাস উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন খাঁন হৃদয়, সদস্য মোঃ খান সাব, সদ্য নির্বাচিত নারান্দিয়া ইউনিয়নের সভাপতি আবু সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রিয়াজুল, ১ নং ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া, ২ নং ওয়ার্ডের মেম্বার জাকারিয়া, মহিলা মেম্বার মাসুয়া বেগম, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ আলম, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের তাঁতীলীগের নেতৃবৃন্দ।