তিতাসে রেজিস্ট্রার অফিসে চুরি

তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলা পরিষদের বাউন্ডারির ভিতরে সাব রেজিস্ট্রার অফিসে মঙ্গলবার রাতের কোন এক সময়। অফিসের জানালার জানালা কেটে ভিতরে প্রবেশ করে চোর চক্র।
এসময় নগদ টাকা এবং অফিসের ৪টি স্টিলের আলমিরা ও ৩ টি টেবিল ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করে ফেলে যায় চোর চক্র। বুধবার সকালে অফিস সহকারী মাহাবুব অফিসে এসে প্রধান দরজার তালা খুলে দেখতে পায় অফিসের সকল আলমিরা খোলা এবং প্রতিটি টেবিলের ড্রয়ার উপরে পরে আছে কাগজপত্র তছনছ করা। মাহাবুব বিষয়টি নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারকে জানালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও ওসি সৈয়দ আহসানুল ইসলামকে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

এবিষয়ে ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন,  সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তারই আলোকে চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।