প্রেস বিজ্ঞপ্তি।।
“থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব” একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জায়গা আছে ঘর নেই এমন পরিবারদের ঘর তুলে দেয়া, হতদরিদ্র পরিবারের মেয়ে-ছেলের বিয়ে দেয়া, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধসহ অসহায় মানুষের কল্যানে কাজ করে আসা এই সংগঠনটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর যুব সমাজের আইকন তরুণ সমাজসেবক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিশস্ত হাতিয়ার ছোট-বড় সবার প্রিয় মহানগর যুবদল নেতা ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বুর ঐকান্তিক প্রচেষ্টায় আবারও আলোর পথ দেখতে যাচ্ছে “থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব”। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের হল রুমে কুমিল্লা “ল” কলেজের লেকচারার ও থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে “সেচ্ছায় রক্তদান কর্মসূচির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা নাট্যকার মরহুম হাফিজুর রহমান গেদু, সাবেক মেম্বার আবদুল মান্নান মোহন, কুমিল্লা বিল্ডাস’র মালিক ও আঞ্জুমানে তালিমূল ইসলামের খলিফা হাজি আবদুল হান্নান, আঞ্জুমানে তালিমূল ইসলামের ভারপ্রাপ্ত খলিফা হাজি আবদুল মান্নান, সমাজসেবক আবদুস সালাম সেলিম, কুমিল্লা মহানগর আ”লীগের সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশনসহ সকল মৃত ব্যক্তিদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন থিরা পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও সমাজসেবকআবু কাউসার, সমাজসেবক শফি আহমেদ শীবলি (চেয়ারম্যান),আ’লীগ নেতা ও সমাজসেবক মো: ফারুক মিয়া, ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজি মোহাম্মদ আলী দুলাল, মহানগর যুবদল নেতা ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু, মহানগর সেচ্ছাবেকলীগের সিনিয়র সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জসিম উদ্দিন, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কোতয়ালী থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হাজি আবদুস সালাম মাসুক, কুমিল্লা “ল” কলেজের লেকচারার ও থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান মনির প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহজাহান মিয়া, মোহন মিয়া, কদর আলী, নিজাম মাষ্টার, বাচ্চু মিয়া, আবদুস সালাম, মাহবুবুর রহমান, কনু মিয়া,মনা মিয়া, আবুল হোসেন, জাকির হোসেন, শফিক মিয়া, ইদ্রিস মিয়া, আহসান মিয়া, চারন মিয়া, বাদশা, আবদুস সামাদ, মো: জাহাঙ্গীর, মোখলেছুর রহমান, ইয়াছিন ফুল, প্রবাসী জসিম উদ্দিন, খোকন, মিজানুর রহমান, হাফিজুর রহমান জামিল, ব্যাংকার আবু হানিফ, কুমকুম হায়দার রানা, কবির মজুমদার, শহিদুল ইসলাম ছোটন, আস্বাদ আলী, আসিফ ইমরান পাভেল, মো: রফিক, রিয়াজ উদ্দিন অপু, নিপু আহমেদ, এমদাদুল হক স্বপন, তোফায়েল হোসেন কাউসার, আলমাস আহমেদ, জামাল হোসেন নয়ন, ছোটন মাহমুদ, সাগর, ইয়াছিন, ইকবাল, কবির হোসেন, আউয়াল, সোহেল, মিঠু, জুনাল, তুষার, ইউসুফ,সাব্বির, জয়, ইমন, কামাল প্রমূখ।
সার্বিক তত্ববধানে ছিলেন, তুষার আহমেদ হেলাল, রুহুল আমিন চৌধুরী সুমন, রিয়াজুল ইসলাম, সিএম মান্না, এমদাদুল হক ইমন, পারভেজ হোসেন, টিপু সুলতান,আসিফ, রাফি, আরিফ, শিহাব, সুজন, বিশাল, সোহান, সাকিব, সাব্বির, শারমিন আক্তার, ঝুমুর প্রমূখ।