স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে ঋণের চাপ সইতে না পেরে চা-বিক্রেতা কামাল হোসেন (৪০) আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার পুলিশ উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের চা দোকান থেকে তার মরদেহ উদ্ধার করেন। তিনি সিংগুলা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, সংসারের ব্যয় বহন ও চা দোকানটি পরিচালনার জন্য ব্যুরো বাংলাদেশ, সিসিডি, বলাকা ও ব্র্যাকসহ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছেন কামাল হোসেন। সেই ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। এখন ছোট দুই ছেলে, এক মেয়ে নিয়ে তার পথে বসা ছাড়া আর উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন।
পাশের দোকানি আবদুল আউয়াল জানান,কামাল প্রায় দোকানে ঘুমাতেন। ভোরে দোকান খুলতেন। ফজর পড়ে এসে অনেকে তার দোকানে চা পান করতেন। ওই দিন দোকান খোলা না থাকায় কাস্টমাররা ডাকাডাকি করেন। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন কামালের মরদেহ ঝুলছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দোকানের ভেতর থেকে কামালের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তার বিভিন্ন এনজিও‘র ঋণ ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে