দাউদকান্দি প্রতিনিধি
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবারে দাউদকান্দি পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যােগে এ দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর যুবদল সভাপতি শরীফ চৌধুরী এবং যুবদল সদস্য সচিব রোমান খন্দকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।