মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের শিশু নিহা মনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদনগর থানার প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সিয়াম, নাহিদুল নাঈম এবং নিহত শিশু নিহা মনির দাদা স্বপন মিয়া।
বক্তারা বলেন, “শিশু হত্যার মতো নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে।”
বক্তব্যে তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কঠোর বিচার প্রক্রিয়া চালু করা জরুরি। একই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।
ঘটনার প্রেক্ষাপট
শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে মক্তব শেষে বাড়ি ফেরার পথে সাত বছরের শিশু নিহা মনিকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় একই গ্রামের রাসেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পরে শুক্রবার দুপুরে মোচাগড়া পূর্ব গ্রাম সমিতির পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে নিহা মনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।