দুবাই থেকে প্রবাসীর ফোন: বাড়িতে খাবার পৌঁছালেন ওসি

মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা।।
চান্দিনা থানা থেকে ২০ কি.মি. দূরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বাগুরপাড়া গ্রাম। এক ছেলে দুবাই থেকে থানার কর্পোরেট নম্বরে ফোন করে জানায়, সে গত এক বছর আগে দুবাই গিয়েছে। কিন্তু খুব কষ্টে আছে। বাবা জীবিত নেই। বাড়িতে মা, স্ত্রী, সন্তানেরা বড় অসহায় অবস্থায় রয়েছে। তাদের ঘরে কোন খাবার নেই, টাকাও নেই। আর বিশ^ব্যাপী করোনা পরিস্থতির কারণে সেও কোন টাকা পাঠাতে পারছে না।
এ ঘটনা শুনে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল কুমিল্লা জেলা পুলিশ সুপারকে ঘটনাটি অবহিত করেন। চান্দিনা থানা পুলিশ ওই প্রবাসীর বাড়িতে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ২ লিটার তেল, ২টি সাবান ইত্যাদি সামগ্রী পৌঁছে দেন। গত সোমবার বিকালে ওই প্রবাসীর মায়ের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় পুলিশ।
এদিকে সোমবার চান্দিনা উপজেলার ৮জন সংবাদ পত্র বিক্রেতাসহ দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ওসি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিন, মো. মনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল বলেন- বাংলাদেশ পুলিশ সব সময় মানুষের পাশে আছে। কোন পরিবারে খাবর নেই এমন খবর পেলে আমরা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।