স্পোর্টস ডেস্ক
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে চার ভারতীয় ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ হয়েছেন। তারা হলেন- অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি। আসাম ক্রিকেট এসোসিয়েশন তাদের এই নিষেধাজ্ঞা দিয়েছে।
তাদের বিরুদ্ধে গোহাটিতে এফআইআর দাখিল করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসাম ক্রিকেটের কোন পর্যায়ে স্বীকৃত ক্রিকেটে তারা খেলতে পারবে না। সাজা পাওয়া চার ক্রিকেটের আসামের বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলে।
তাদের বিরুদ্ধে অভিযোগ হলো- লক্ষ্ণৌতে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে আসামের কিছু খেলোয়াড়কে ম্যাচে দুর্নীতি করার জন্য প্ররোচিত করেছিল তারা। ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সাজা প্রাপ্তদের কেউ বর্তমান দলের অংশ নয়। তবে তারা কী ধরনের দুর্নীতির জন্য প্ররোচিত করেছিল তা উল্লেখ করা হয়নি।
আসাম ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি শনাতন দাস বিষয়টি নিয়ে বলেছেন, ‘অভিযোগ জানতে পারার পর, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের (আকসু) সহায়তায় তদন্ত করেছে। আসাম ক্রিকেট ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। তারা গুরুতর আচরণবিধি ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।’
সম্প্রতি ভারত স্বীকৃতি যেকোন পর্যায়ের ক্রিকেটে দুর্নীতির প্রচেষ্টা মোকাবিলা করতে সচেষ্ট হয়েছে। চার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া তারই অংশ। আসাম সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
