দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি 

 

ad

কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যদিয়ে দিবসটির উদযাপন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ওই আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বিপ্লব।
এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.তমিজ উদ্দিন, দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি নাঈম ইসলাম, শাহীন আলম, দেবিদ্বার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাউছার আলম, অবঃ প্রাপ্ত শিক্ষক মোস্তফা নেয়ামুল হক, সহকারী শিক্ষক ফাতেমা বেগম, দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ভূইয়া প্রভা, ফাহমিদা খাতুন, দেবিদ্বার ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরমান সরকার প্রমুখ।