দেবিদ্বারে চিকিৎসক দম্পতি আক্রান্ত,দৌলতপুরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক দম্পতি এবং দুই স্বাস্থ্যকর্মীসহ কুমিল্লা জেলায় নতুন করে রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮২ জনে। এদিকে আদর্শ সদর উপজেলার দৌলতপুরে করোনায় একজন বৃদ্ধ মারা গেছেন । রোববার নতুন ১৭ জন করোনা রোগী শনাক্তের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইজন, দেবিদ্বার উপজেলায় ছয়জন,মুরাদনগরে চারজন, হোমনা, তিতাস,চান্দিনা, দাউদকান্দি ও আদর্শ সদরে একজন করে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা কমিটির সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান,এ দিন আদর্শ সদর উপজেলার দৌলতপুরে একজন বৃদ্ধসহ এ পর্যন্ত কুমিল্লা জেলায় মারা গেছেন ১২ জন। চান্দিনা ও মুরাদনগর উপজেলায় এ দিন দুইজন সুস্থ হয়েছেন, জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।
এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট চার হাজার ৯৮৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ৫৮৪ জনের।