[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]সৈয়দ খলিলুর রহমান, দেবিদ্বার ।।
দেবিদ্বারে ট্রাক চাপায় এক শ্রমজীবী নারীর মৃত্যু হয়েছে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাইলচর এলাকায় রোববার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেকা বেগম (৩৮) দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের রিক্সা চালক দিলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, আলেকা বেগম দেবিদ্বারে মেডিকেল সেন্টার হাসপাতালে আয়ার কাজ করতেন। হাসপাতালের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি ওই দুর্ঘটনার শিকার হন। ট্রাকটি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহত আলেকা বেগমের মরদেহ মহাসড়ক থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। নিহত ওই নারী ৩ ছেলে ১ মেয়ের জননী।