দেবিদ্বারে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বিপুল ভোটে জয়ী

সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার।।
রেকর্ড সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন আর নজির বিহীন নিরাপত্তায় সম্পন্ন হল দেবিদ্বার উপজেলা পরিষদ’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ৯৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। ভোট চলাকালে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মূন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট। নৌকা প্রার্থী এগিয়ে আছে ৩৬ হাজার ৪২২ ভোটে। নির্বাচনে শতকড়া ৪৬.৮৬% ভোট পড়েছে।

নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরীতে র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসার সহ প্রায় ১৫শত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। উক্ত শূণ্য আসনে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে।