দেবিদ্বারে মেধাবীদের স্বীকৃতি: স্মৃতি ও কল্যাণ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

গঙ্গামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মো: মুখলেছুর রহমান স্মৃতি বৃত্তি ও মোসা: মাজেদা বেগম শিক্ষা কল্যাণ বৃত্তির বার্ষিক বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠান।

আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ বদিউল আলমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম।
সঞ্চালনা করেন খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিআই সভাপতি খাইরুল আলম খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাটারা থানা শাখার সভানেত্রী শাহানাজ সুলতানা,গঙ্গামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন,বর্তমান প্রধান শিক্ষক শামীমা ইয়াসমীন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলায় সেরা শিক্ষিকা নির্বাচিত হওয়ায় গঙ্গামন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শামীমা ইয়াসমীনকে সম্মাননা স্মারক ও দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

শেষে গঙ্গামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাফরগঞ্জ বেগম মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।