দেবিদ্বারে মোট মৃত্যু নয়জনের: আক্রান্ত ১০৮জন

সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার ।।
দেবিদ্বারে এক চিকিৎসক দম্পতিসহ নতুন করে আরো ছয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ ছয়জন নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ১০৮ জন। এদের মধ্যে এক হোমিও চিকিৎসকসহ মারা গেছেন নয়জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, আজ দেবিদ্বারের ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে পাঁচটি পজিটিভ এবং বাকী ৪৪টি নেগেটিভ পাওয়া গেছে। পজিটিভদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী একজন, দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় পূর্বে লকডাউন করা বাড়িতে দুইজন এবং দেবিদ্বারের প্রাইভেট হাসপাতালে কর্মরত চিকিৎসক স্বামী-স্ত্রী দুইজন। এছাড়াও কুমিল্লা সিএমএইচ এ ভর্তি একজন পুরুষ রোগী যার বাড়ি দেবিদ্বার পৌর এলাকার শান্তি রোডে তার রিপোর্ট পজিটিভ এসেছে। সেটা যোগ করলে দেবিদ্বারে আজকে মোট আক্রান্ত ছয়জন। চিকিৎসক দম্পতির কর্মস্থল দেবিদ্বার শিশু মাতৃ হাসপাতাল ও দেবিদ্বার মেডিনোভা হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘন্টার জন্য হাসপাতাল বন্ধ রেখে সম্পূর্ণ ভবনটি জীবাণুনাশক দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করার নির্দেশনা দিয়েছেন।